প্রিয়
চঞ্চল মিস্তিরী
সিঁদুর হলো হিন্দু নারীর
স্বামীর গায়ের রক্ত
মায়ার বাঁধনে বেধে রাখে
স্বামীর প্রতি হয় ভক্ত।
কপালে ও সিঁথিতে পরে সিঁদুর
হাতে পড়ে শাখা
সিঁথির সিঁদুর পারেনা মুছিতে
মায়ার বাঁধনে হয় বাঁধা।
সিঁদুর নিয়ে করে না খেলা
করে যে সম্মান
হিন্দু নারীর কাছে সিঁদুর
স্বামীর মত করে সম্মান।
সিঁদুর নয়তো রংয়ের খেলা
পবিত্র বন্ধন
করবেনা কখনো সিঁদুর অবহেলা
হিন্দু নারীর জীবন।
বিয়ের পড়ে নারীর কাছে
সিঁদুর অমূল্য ধন
স্বর্গের চেও মওো হলো
স্বামীর দেওয়া দান।
নারীর সীঁথিতে যখনই পড়ায়ে
স্বামী দেয় সিঁদুর
সাত পাকে বাঁধে তখন
নারীর আঁচলে বিধুর।
মনের সাথে মন মিলিনায়
বন্ধনের বন্ধন
স্বামী হলো পরম আপন
নারীর কাছে পাওয়া ধন।
সঙ্খ সিঁদুর বিয়ের চিহ্ন
হিন্দু নারীর কাছে
সঙ্খ সিঁদুর পড়ে সাজলে
দেখতে সুন্দর লাগছে।।