প্রিয়
চঞ্চল মিস্তিরী
বাবু সোনা ছোট্ট মনা
অনেক আদরের
তোমায় নিয়ে অনেক স্বপ্ন
তোমার বাবা মায়ের।
বাবা মাকে করিবে শ্রদ্ধা
করিবে সম্মান
তোমার কাছে সব কিছুর চেয়ে
বাবা মা অমূল্য ধন।
দুচোখে রঙিন স্বপ্ন
তোমার বাবা মায়ের
হও অনেক বড় তুমি
এই চাওয়া তাদের।
তোমায় ঘিরে অনেক স্বপ্ন আশা
সকল ভালোবাসা
হাজার বছর বেঁচে থাকবে
এটাই তাদের চাওয়া।
ফুল বাগানে ফোটে ফুল
সময় হলে ঝরে যায়
সুখে তুমি থাকো অনেক
তারা এটা চায়।
লিখতে লিখতে যেমন কলমের
কালি শেষ হয়ে যায়
শিক্ষায় শিক্ষিত করে গড়তে তোমায়
তাদের জীবন চলে যায়।
অনেক আদরের সন্তান তুমি
ছোট্ট বাবু সোনা
দুঃখ কষ্ট কিসে জিনিস
তোমায় বুঝতে দিলো না।
অনেক বড় হও তুমি
বাবা মাকে কষ্ট দিও না
যত বড় হও তুমি বাবা মাকে কষ্ট দিলে
কখনো সুখি হতে পারবে না।
বাবু সোনা ছোট্ট মনা।।।।।।।।।