মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী সংবাদদাতাঃশেরপুর জেলার ঝিনাইগাতী একজন শ্রীবরর্দী একজন শিশু আক্রান্ত দুজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।এ নিয়ে সর্বমোট ৪ জন। আজ একজন শ্রীবরর্দী উপজেলার সাতানী পাড়া মহল্লার ১০ বছরের এক শিশু আগে যে মহিলা আক্রান্ত হয়েছিল তার ছেলের ঘরের নাতি ।অপরজন ঝিনাইগাতি উপজেলার নয়াগাও গ্রামের বাসিন্দা মোঃ মাফাজ উদ্দিন(৪০)পিতা মৃত অছিমউদ্দিন -করোনায় আক্রান্ত ঝিনাইগাতি উপজেলা’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার সরকারি ড্রাইভার। তবে তিনি হাসপতালের এ্যাম্বুলেন্সও চালনা করেন।আজ সন্ধ্যা সাড়ে ৭টা দিকে শেরপুর জেলার সিভিল সার্জনের কাছে মযমনসিংহ মেডিক্যাল কলেজ থেকে রিপোর্ট চলে আসে।এনিয়ে শেরপুরে মোট চার জন করোনার ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।উল্লেখ্য শ্রীবরর্দীর প্রথম করোনায় আক্রান্ত হাসপাতালের কর্মচারির ছেলের ঘরের নাতি বলে জানাযায়।

শেরপুর জেলার ঝিনাইগাতী ১ জন শ্রীবরর্দীতে ১ জন শিশু সহ দুজন করোনায় আক্রান্ত হয়েছে।সর্বমোট ৪ জন।
Spread the love