Spread the love
এন,এম,সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর “মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্টের” চুড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে ৪ নং দিওড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অর্ন্তগত কোচগ্রাম হাইস্কুল মাঠে।
উক্ত চুড়ান্ত খেলাটি উদ্বোধন করেছেন “মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্টের” প্রধান আয়োজক উৎ ভাবক বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল সে সময় আরো উপস্থিত ছিলেন দুই বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদুল সাবেক(মেম্বার) মোঃ মমিন চৌধূরী এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও এলাকার গন্য মান্য সুধীজন সহ মিডিয়া প্রেস সাংবাদিক বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা হাজার হাজার ফুটবল প্রিয় অনুরাগী সর্ব সাধারণ।