নিজস্ব প্রতিনিধি: ১৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩.০০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতিদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আাজাদের সভাপতিত্বে এবং হাজী মজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান, প্রধান বক্তা যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, তৃণমূল দলের সভাপতি হানিফ ব্যপারী প্রমুখ নেতৃবৃন্দ।আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, কবির উদ্দিন মাষ্টার, তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, আবদুল মতিন, গোলাম মঞ্জুর, কৃষক দলের সদস্য মিয়া মোঃ আনোয়ার, রাকিবুল ইসলাম রিপন, শাহজাহান মিয়া সম্রাট। সারাদেশ থেকে তাঁতিদলের নেতাকর্মীরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

জাতীয়তাবাদী তাঁতিদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
Spread the love