ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা ৯নং ধারা ইউনিয়নের কোড়াপাড়া চৌরাস্তা নামক স্থানে গড়ে উঠেছে অবৈধভাবে প্লাস্টিক কারখানা। সাথে রয়েছে একটি মাদ্রাসা এবং কি? কে, কে উচ্চ বিদ্যালয় এলাকাবাসী জানান। প্লাস্টিক কারখানায় পাওয়ার টিলার ব্যবহার করার ফলে শব্দ দূষণ এবং কি বায়ু দূষণের জন্য মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে শুধু তাই নয়। এর ফলে মাদ্রাসাটি এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে জানা যায় কে, কে উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে সেইসাথে শিশুশ্রম চলছে এমনটাই জানান এলাকাবাসী। এ বিষয়ে কারখানার মালিক মাজারুল ইসলামের সাথে কথা বলতে চাইলে বক্তব্যে বলেন। এসমস্ত কারখানা এভাবেই চলবে বলে জানান। তাই বিষয়টি তলিয়ে দেখার জন্য ওপর মহলের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি।

হালুয়াঘাটে লাইসেন্স এর তোয়াক্কা না করে চলছে অবৈধ ভাবে প্লাস্টিক কারখানা
Spread the love