
মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, থানার ওসি ফায়েজুর রহমান, ঝিনাইগাতী সোনালী ব্যাংক ম্যানেজার মাসুম চৌধুরী। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, তাঁতীলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জাসদ,ঝিনাইগাতী সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ।