গাজীপুর প্রতিনিধি রাজু আহমেদ: গাজীপুর মহানগরীর টেকিবাড়ীর খাঁল যেনো নির্বাক চোখে দেখছে তার ক্ষতবিক্ষত শরীর-টি এ-যেনো এক মহা উৎসব মাঁটি কেনা বেচাঁর, মহানগরীর ২১নং ওয়ার্ডের টেকিবাড়ী এলাকার তুরাগ নদীর তীর ঘেঁষে এই খাঁলটি। মাঁটির গাড়ী সারাক্ষণ চলাচলের জন্য রাস্তায় উড়ছে প্রচুর ধুলো, আর সেই ধুলোর কারনে ক্ষতি হচ্ছে পরিবেশ,ক্ষতির হাত থেকে রেহাই পাচ্ছে না সেই এলাকার রাস্তা-ঘাট। খাঁলের জমি-তে বৈদ্যুতিক লাইনের টাওয়ার, টাওয়ারের চারপাশ ঘেঁষে চলছে মাঁটি খননের কাজ, মাটি হচ্ছে বিক্রি, চলছে মাঁটি বিক্রির মহা-উৎসব, যে কোন সময়ে টাওয়ার-টি ভেঙ্গে পড়ার সম্ভবনা রয়েছে, টাওয়ার-টি ভেঙ্গে পড়লে অনেক বড় দুর্ঘটনা -ও হতে পারে স্থানীয় প্রভাবশালীদের ইশারায় চলেছে মাটি কাঁটার কার্যক্রম। খালের মধ্যে বিভিন্ন জায়গায় ভেকুব দিয়ে মাটি কেটে, ড্রাম ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাটি, গাজীপুর সিটি কর্পোরেশন এর স্টিকার যুক্ত ড্রাম ট্রাক দিয়ে-ও মাটি নিয়ে যাওয়া হচ্ছে। খাঁলের পাড়ের বাসিন্দারা- চুপচাপ শুধু দেখে যাচ্ছে মাঁটিখুরদের কান্ড, তাদের কিছু বলার ইচ্ছে থাকলে- অজানা এক শক্তির ভয়ে কিছু বলতে পারছেনা। এই মাঁটিখুরদের এখুনি থামানো না গেলে হয়তো ভবিষ্যতে খাঁল হারাবে তার সৌন্দর্য, স্থানীয় বাসিন্দারা পড়বে দূর্ঘটনার মুখে।

মাটি খোর -দের তান্ডবে ঝুকিপূর্ণ হচ্ছে বৈদ্যুতিক লাইনের টাওয়ার
Spread the love